রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:৫৭

ইউজিসির সামনে মেরিটাইম শিক্ষার্থীদের অবস্থান

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১৪, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা থেকে তারা ইউজিসির প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন এবং বিক্ষোভ করছেন।

আরো পড়ুন:

র‌্যাগিংয়ের অভিযোগে বাকৃবির ২৮ শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৫ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন, সেমিস্টার ফি হ্রাস এবং স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে এই কর্মসূচি পালন করছেন। প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনসহ তারা ইউজিসির সামনে অবস্থান নিয়ে তাদের দাবি জানাচ্ছেন।

এর আগে সকালে শিক্ষার্থীরা মিরপুর-১২ নম্বরের অস্থায়ী ক্যাম্পাস থেকে ইউজিসির উদ্দেশ্যে লং মার্চ শুরু করেন। ক্যাম্পাসের প্রধান ফটকে তালা লাগিয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন এবং এরপর ইউজিসির দিকে যাত্রা করেন।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত মেরিটাইম ইউনিভার্সিটি দীর্ঘ এক দশক পার হলেও এখনো একটি স্থায়ী ক্যাম্পাস পায়নি। এছাড়া উচ্চ সেমিস্টার ফি এবং অন্যান্য প্রশাসনিক সমস্যার কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজ তারা ইউজিসির সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত রয়েছে।

4o

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত