ইউক্রেন নিয়ে ট্রাম্পের সঙ্গে একমত নন ম্যাক্রোঁ
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেন পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত নন। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে আলোচনার পর ম্যাক্রোঁ সাংবাদিকদের জানান, তিনি যুদ্ধ দ্রুত বন্ধ করার পক্ষে হলেও, কোনোরকম ভঙ্গুর চুক্তি করতে রাজি নন। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠিত হলে ইউক্রেনকে আত্মসমর্পণ করতে হবে, এমনটি তাদের পক্ষে গ্রহণযোগ্য নয়।
ম্যাক্রোঁ বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করা গুরুত্বপূর্ণ, কিন্তু ইউক্রেন যদি আত্মসমর্পণ করে, তবে তা আমেরিকার দুর্বলতার ইঙ্গিত দেবে।” তিনি আরও বলেন, “ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি ছাড়া যুদ্ধ বন্ধ করা সম্ভব নয়,” তবে ট্রাম্প এই বিষয়ে কোনো নিশ্চয়তা প্রদান করেননি।
ম্যাক্রোঁ আরও উল্লেখ করেন, “আমরা দ্রুত যুদ্ধ বন্ধ করতে চাই, তবে এমন চুক্তি নয় যা দুর্বল হবে।” এদিকে, ট্রাম্প যুদ্ধ বন্ধ করার তাড়াহুড়োতে থাকলেও, নিরাপত্তা বিষয়ক কোনো নিশ্চয়তা দেননি।
তবে, ইউক্রেনের যুদ্ধ বন্ধ হলে, উভয় নেতা একমত হন যে, ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনী সেখানে থাকবে। ম্যাক্রোঁ বলেন, শান্তিরক্ষীরা শুধু শান্তি বজায় রাখার কাজ করবে, সীমান্তে অবস্থান করবে না।
একই সময়ে, ট্রাম্প বলেন, “আমি পুতিনকে জিজ্ঞাসা করেছি, তিনি বলেন, এ বিষয়ে তার কোনো সমস্যা নেই।”
এদিকে, ইউরোপে আলোচনা চলছে, যুক্তরাষ্ট্রকে এখন কীভাবে একটি নির্ভরযোগ্য বন্ধু হিসেবে দেখা হবে, বিশেষ করে ট্রাম্পের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্পর্কে মন্তব্য এবং তার বিভিন্ন বাণিজ্যিক সিদ্ধান্তের প্রেক্ষাপটে।