ইউক্রেনে পরীক্ষামূলক মনোভাবে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাবেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এসব ক্ষেপণাস্ত্র হামলাকে ‘আন্তর্জাতিক অপরাধ’ বলে বর্ণনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এক প্রতিরক্ষা সম্মেলনে যোগ দিয়ে পুতিন বলেন, রাশিয়ার কাছে যথেষ্ট সংখ্যক উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তারা অব্যাহতভাবে ইউক্রেনে এগুলোর পরীক্ষা চালিয়ে যাবেন। খবর দ্য গার্ডিয়ান অনলাইনের।
গত বৃহস্পতিবার ইউক্রেনে নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের দিনিপ্রো শহরে প্রথমবারের মতো ‘ওরেশনিক’ নামের ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে। নতুন এ ক্ষেপণাস্ত্র ছোড়ার পর পুতিন একে সফল পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন এবং ভবিষ্যতেও এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অব্যাহত রাখার ঘোষণা দেন। অন্যদিকে, নতুন ঝুঁকি মোকাবিলায় কিয়েভ পশ্চিমা মিত্রদের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।