ইউক্রেনে আটকেপড়া বাংলা জাহাজের ২৮ নাবিক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া
ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘এম ভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে বৃহস্পতিবার (৩ মার্চ) রাত ৮টায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান এই খবর নিশ্চিত করেন।
জাহাজটি যুদ্ধকালীন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও, জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং নাবিকদের টাগবোটের সহায়তায় জেটিতে নিয়ে আসা হয়েছে। এর আগে, ২ মার্চ দিবাগত রাতে ‘এম ভি বাংলার সমৃদ্ধি’তে হামলার ঘটনায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান আরিফ (২৯) নিহত হন।
এদিকে, জীবিত ২৮ নাবিক ভিডিও বার্তায় তাদের উদ্ধারের জন্য সরকারের কাছে আবেদন জানান। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা হয়েছে এবং পোল্যান্ডের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
‘এম ভি বাংলার সমৃদ্ধি’ ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছানোর পর যুদ্ধের কারণে আটকে যায়। ২০১৮ সালে বিএসসির বহরে যুক্ত হওয়া এই জাহাজটি বর্তমানে ইউক্রেনের যুদ্ধের কারণে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।