বাংলাদেশে ইংরেজি নববর্ষের আগমন কড়া নাড়ছে, তবে ইতোমধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশ ২০২৪ সালকে বিদায় জানিয়ে ২০২৫ সালকে বরণ করে নিয়েছে। এসব দেশগুলোর বিভিন্ন স্থানে চলছে নববর্ষের নানা আয়োজন।
বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৫ সালের সূচনা করেছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র কিরিবাতি। লন্ডন সময় ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টা) ২০২৫ সালকে স্বাগত জানায় কিরিবাতি, যা যুক্তরাজ্যের সময় থেকে ১৪ ঘণ্টা এগিয়ে।
বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ডের অকল্যান্ডও প্রথম শহর হিসেবে নববর্ষ উদযাপন শুরু করেছে। অকল্যান্ডের স্কাই টাওয়ার থেকে রঙিন আতশবাজির মাধ্যমে শুরু হয় নতুন বছরের উদযাপন, যা দেখতে হাজার হাজার মানুষ একত্রিত হয়। প্রতি বছরই নিউইয়র্কের টাইমস স্কয়ারে নববর্ষ উদযাপনের ১৮ ঘণ্টা আগে অকল্যান্ডে উদযাপন শুরু হয়।
অকল্যান্ডের পর অস্ট্রেলিয়ার সিডনি হারবারে নববর্ষের উদযাপন শুরু হয়েছে, যেখানে ১০ লাখেরও বেশি মানুষের জমায়েত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিডনিতে নববর্ষ উদযাপন লন্ডন সময় ১টার দিকে শুরু হয়।