রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:৪৪

আ. লীগ প্রসঙ্গে বদিউল আলম মজুমদারের বক্তব্য প্রত্যাহারের আহ্বান

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২০, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ

আ. লীগ প্রসঙ্গে বদিউল আলম মজুমদারের বক্তব্য প্রত্যাহারের আহ্বান

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা নেই।” এই মন্তব্যের বিরোধিতা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, আওয়ামী লীগ গত ১৬ বছরে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। দলটি একাধিক নির্বাচনে কারচুপি করে নির্বাচনব্যবস্থাকে কলঙ্কিত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক জুলাই গণহত্যায় প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি এবং ৩০ হাজারের বেশি মানুষের অঙ্গহানি ঘটেছে, যা আওয়ামী লীগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। এর প্রেক্ষিতে তারা দাবি করেছে, এমন একটি দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া জন-আকাঙ্ক্ষার পরিপন্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে, আওয়ামী লীগকে নির্বাচন থেকে বিরত রাখার ব্যবস্থা নেওয়া এবং বদিউল আলম মজুমদারের বক্তব্য প্রত্যাহার করার জন্য। সংগঠনটি জানিয়েছে, আওয়ামী লীগের অংশগ্রহণ শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত