দেশের ২৮তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন সিনিয়র কূটনীতিক আসাদ আলম সিয়াম। শুক্রবার (২০ জুন) ঢাকায় ফেরার পরপরই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, "পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এই আদেশ ২০ জুন ২০২৫ থেকে কার্যকর হবে।"
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নজরুল ইসলাম বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান, আসাদ আলম সিয়াম শুক্রবার দেশে ফিরছেন এবং ফিরে এসেই নতুন দায়িত্ব বুঝে নেবেন।
এর আগে দায়িত্ব পাওয়ার মাত্র ৮ মাসের মাথায় ২৭তম পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে তার পদ থেকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। গত ২২ মে তিনি ছুটিতে যান। এরপরেই যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়।
পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়াম ১৯৯৫ সালের নভেম্বরে কূটনৈতিক পেশায় যোগ দেন। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের দায়িত্ব ছাড়াও অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কূটনৈতিক দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ আসাদ আলম সিয়ামের নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন গতি ও দিকনির্দেশনার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।