আগামী কয়েক সপ্তাহের মধ্যে গুগল বাজারে আনতে চলেছে তাদের নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন পিক্সেল ৯এ। এ নিয়ে নানা গুঞ্জন থাকলেও এবার ফোনটির আনুষ্ঠানিক লঞ্চ ও বিক্রির তারিখ জানা গেছে। পাশাপাশি, অনলাইনে ফাঁস হয়েছে ফোনটির দাম ও সম্ভাব্য স্পেসিফিকেশন।
লঞ্চ ও দাম
ডিলল্যাবসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল পিক্সেল ৯এ ইউরোপে ১৯ মার্চ উন্মুক্ত হবে এবং ২৬ মার্চ থেকে বিক্রি শুরু হবে। ফোনটির ১২৮ জিবি বেস মডেলের দাম ৫৪৯ ইউরো (প্রায় ৬৯,৫০০ টাকা), আর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৪৯ ইউরো (প্রায় ৮২,০০০ টাকা)।
রঙের ক্ষেত্রে, ১২৮ জিবি মডেলটি আইরিস, অবসিডিয়ান, এবং পিওনি পোরসেলেন রঙে আসবে। তবে ২৫৬ জিবি সংস্করণ কেবল আইরিস ও অবসিডিয়ান রঙে পাওয়া যাবে। ভারতে ফোনটি আসবে বলে ধারণা করা হলেও এর মূল্য ও লঞ্চের সময় এখনো নিশ্চিত নয়।
পিক্সেল ৯এ-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
গুগল পিক্সেল ৯এ আগের এ সিরিজের তুলনায় আরও শক্তিশালী চিপসেট ও উন্নত ব্যাটারি পারফরম্যান্স অফার করবে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, বাজারে এসে এটি কতটা প্রতিযোগিতা তৈরি করতে পারে।