অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র আশুরা শুধু শোক নয়—এটি জুলুম ও অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের বিজয়ের এক মহান শিক্ষা। তিনি বলেন, কারবালার প্রান্তরে ইমাম হোসেন (রা.)-এর শাহাদাত মানবজাতিকে ন্যায় ও নৈতিকতার পক্ষে অটল থাকার শক্তি ও সাহস যুগিয়ে চলেছে।
শনিবার পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “এই শোকাবহ দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.) এবং কারবালায় শাহাদতবরণকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”
তিনি বলেন, ইসলাম একটি শান্তিপূর্ণ ধর্ম—যা সত্য, ন্যায় ও মানবিক মর্যাদার উপর প্রতিষ্ঠিত। সেই আদর্শ সমুন্নত রাখতে গিয়ে ৬১ হিজরির ১০ মহররমে হজরত ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের অন্যায়ের বিরুদ্ধে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন। এই আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বাণীতে ড. ইউনূস আরও বলেন, আশুরার দিনটি শুধুই বিয়োগাত্মক নয়, বরং ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। পৃথিবী সৃষ্টির বহু গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। হাদিসে রাসূল (সা.) আশুরার রোজার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন। তাই এ দিনটি নফল রোজা, ইবাদত ও নেক আমলের মাধ্যমে পালন করা উচিত।
তিনি মুসলিম উম্মাহকে পবিত্র আশুরার তাৎপর্য হৃদয়ে ধারণ করে ন্যায়, সাম্য ও শান্তির সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান এবং এ দিনে উম্মাহর ঐক্য, সংহতি ও কল্যাণ কামনা করেন।