আল্লু অর্জুন আইনি জটিলতায়
‘পুষ্পা টু: দ্য রুল’-এর প্রিমিয়ারে এক নারীর পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আইনি জটিলতায় পড়েছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। নিহত নারীর পরিবারের দায়ের করা মামলায় শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে নিম্ন আদালত তার ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত মঞ্জুর করলেও সন্ধ্যায় তেলেঙ্গানা হাইকোর্ট জামিনে মুক্তি দেয়। সেই রাত চাঞ্চলগুড়া সেন্ট্রাল জেলে কাটানোর পর শনিবার সকালে মুক্তি পান অভিনেতা।
ঘটনার পর আল্লু অর্জুন নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন। সাংবাদিকদের সামনে তিনি জানান, পুরো ঘটনাটি ছিল আকস্মিক এবং তার নিয়ন্ত্রণের বাইরে। তিনি নিহতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, “আমার ভালোবাসা এবং সমর্থন তাদের সঙ্গে রয়েছে। আমি যেভাবেই পারি, তাদের সাহায্য করব।” তিনি আরও জানান, গত ২০ বছরে অনেক প্রিমিয়ারে অংশ নিলেও এমন দুর্ঘটনা কখনও ঘটেনি।
এদিকে, দুর্ঘটনার মধ্যেই বক্স অফিসে ‘পুষ্পা টু’ দাপিয়ে বেড়াচ্ছে। সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ১৬৪.২৫ কোটি টাকা আয় করে এবং প্রথম সপ্তাহে ভারতে সংগ্রহ করে ৭২৫.৮ কোটি টাকা। শুধু তাই নয়, বিশ্বব্যাপী এটি ষষ্ঠ ভারতীয় সিনেমা হিসেবে ১১০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে।
শুক্রবার আল্লু অর্জুন গ্রেপ্তার হওয়ার দিন সিনেমাটি প্রায় ৩২.৬৩ কোটি টাকা আয় করেছিল। কিন্তু তার গ্রেপ্তারের খবর প্রকাশিত হওয়ার পর শনিবার আয়ের পরিমাণ বেড়ে প্রায় ৬৩ কোটি টাকা ছাড়িয়ে যায়।
প্রথম সপ্তাহজুড়ে সিনেমাটির আয়ের ধারাবাহিকতা ছিল চমকপ্রদ। প্রথম শুক্রবার সিনেমাটি ৯৩.৮ কোটি টাকা আয় করে এবং শনি ও রবিবার যথাক্রমে ১১৯.২৫ কোটি ও ১৪১.০৫ কোটি টাকার আয় হয়। এরপর কর্মদিবসগুলোতেও আয়ের পরিমাণ ছিল যথেষ্ট—সোমবার ৬৪.৪৫ কোটি, মঙ্গলবার ৫১.৫৫ কোটি, বুধবার ৪৩.৩৫ কোটি এবং বৃহস্পতিবার ৩৭.৪৫ কোটি টাকা।
বিশ্ব বক্স অফিসে সিনেমাটির এই দৌড় কেজিএফ এবং জওয়ানের মতো বিগ বাজেট সিনেমাগুলোর রেকর্ড ভাঙার পথে রয়েছে। ‘পুষ্পা টু’-এর এই সাফল্য আল্লু অর্জুনকে দক্ষিণী সিনেমার অন্যতম শীর্ষ তারকা হিসেবে আরও প্রতিষ্ঠিত করেছে।