সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১২:০৮

আল্লুকে বাদ দিয়ে বিজয় দেবরাকোন্ডা ‘পুষ্পা ৩’-এ যোগ দিচ্ছেন!

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৫, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ

আল্লুকে বাদ দিয়ে বিজয় দেবরাকোন্ডা ‘পুষ্পা ৩’-এ যোগ দিচ্ছেন!

বহুদিনের প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। অগ্রিম বুকিং থেকেই সিনেমাটি রেকর্ড সৃষ্টি করে আয় করেছে ৫০ কোটি টাকা। মুক্তির প্রথম দিন থেকেই ছবিটি বক্স অফিসে দুর্দান্ত প্রতিক্রিয়া পেয়েছে। আল্লু অর্জুন এবং পরিচালক সুকুমার দর্শকদের কাছ থেকে প্রশংসায় ভাসছেন। বছরের শেষে এসে এটি বক্স অফিসে একটি বিশাল সাফল্য অর্জন করবে বলে ধারণা করা হচ্ছে।

তবে চমক এখানেই শেষ নয়। আগেই জানা গিয়েছিল ‘পুষ্পা ৩’ তৈরি হতে চলেছে। এবার নতুন গুঞ্জন শুরু হয়েছে বিজয় দেবরাকোন্ডাকে নিয়ে। সামাজিক মাধ্যমে বিজয়ের একটি টুইট ভাইরাল হয়েছে, যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে তিনি ‘পুষ্পা ৩’-এ থাকবেন। এতে অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি আল্লু অর্জুন বাদ পড়ছেন? যদিও পুষ্পা টিম এ নিয়ে স্পষ্ট কিছু জানায়নি, তবে বিজয়ের উপস্থিতি নিশ্চিত হওয়ায় নতুন সিক্যুয়েল নিয়ে উত্তেজনা তুঙ্গে।

এদিকে, ‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় ৩,০০০ লোকেশনে মুক্তি পেয়েছে। মুক্তির আগেই এটি ৪০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। দক্ষিণী সিনেমার বিশেষজ্ঞদের মতে, ছবিটি প্রথম দিনেই কেজিএফ ২-এর রেকর্ড ভেঙে ফেলবে। ছবির ক্লাইম্যাক্স নিয়ে পরিচালকের দাবি, এটি দর্শকদের একেবারে চমকে দেবে। সব মিলিয়ে, ‘পুষ্পা ২’-এর সাফল্যের পর ‘পুষ্পা ৩’ নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বেড়ে গেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ