আলেপ্পোর পর হামা শহরও দখলে নিলেন বিদ্রোহীরা
সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পোর পর মধ্যাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হামাও দখলে নিয়েছেন। সরকারি বাহিনী শহরটি থেকে পিছু হটেছে, যা দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তাঁর মিত্র রাশিয়া ও ইরানের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।
বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের মিত্ররা গত সপ্তাহে আলেপ্পো দখলের পর দ্রুতগতিতে হামা শহরে অভিযান চালায়। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিদ্রোহীরা বিভিন্ন দিক থেকে হামা শহরে প্রবেশের আগে সড়কে আসাদ বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। বুধবার রাতে বিদ্রোহীরা হামা দখল নিশ্চিত করে।
বিদ্রোহীরা দাবি করেছে, তারা হামার কেন্দ্রীয় কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে এবং বন্দীদের মুক্তি দিয়েছে। বৃহস্পতিবার সিরিয়ার সেনাবাহিনী হামার পতন স্বীকার করে। বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল-জোলানি এক ভিডিও বার্তায় বলেন, ১৯৮২ সালে হামায় মুসলিম ব্রাদারহুড দমনের নামে চালানো হত্যাযজ্ঞের ক্ষত মেটাতেই এই অভিযান চালানো হয়েছে।
হামা শহরটি আলেপ্পো ও রাজধানী দামেস্কের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহরটির নিয়ন্ত্রণ হারানো সিরিয়া সরকারের জন্য একটি বড় ধাক্কা। চিন্তক গোষ্ঠী সেঞ্চুরি ইন্টারন্যাশনালের ফেলো অ্যারন লুন্দ একে “সিরিয়ার সরকারের জন্য বিশাল পরাজয়” বলে মন্তব্য করেছেন।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে হামা শহর আসাদ সরকারের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এখন শহরটির পতন বিদ্রোহীদের জন্য নতুন পথ উন্মুক্ত করেছে, যা তাদের হোমস শহরের দিকে অগ্রসর হওয়ার সুযোগ তৈরি করেছে।