রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:০৩

আয়কর দিবস আজ, উদযাপনের আনুষ্ঠানিকতা নেই

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৩০, ২০২৪ ৪:৩৮ পূর্বাহ্ণ

আয়কর দিবস আজ, উদযাপনের আনুষ্ঠানিকতা নেই

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতিবছর ৩০ নভেম্বর আয়কর দিবস উদযাপন করে জনগণকে কর প্রদানে উৎসাহিত করার উদ্যোগ নিয়ে আসছে। তবে এবার সেই দিনটি উদযাপন করা হচ্ছে না। যদিও আনুষ্ঠানিকভাবে দিবসটি বাতিল বা পরিবর্তন করার কোনো ঘোষণা দেওয়া হয়নি। এনবিআর জানিয়েছে, নতুন একটি দিনকে জাতীয় আয়কর দিবস হিসেবে ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত তা নির্ধারণ করা সম্ভব হয়নি।

এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন জানান, এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য বা দিকনির্দেশনা তাদের কাছে নেই। কর বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৩০ নভেম্বর আয়কর দিবস হিসেবে পালন করার প্রচলন থাকলেও এ বছর থেকে দিনটি উদযাপিত হচ্ছে না। বিগত সরকারের আমলের অনেক দিবসের পরিবর্তনের ধারাবাহিকতায় আয়কর দিবসের দিনও পরিবর্তনের প্রক্রিয়া চলছে। শিগগিরই নতুন দিন ঘোষণা করা হবে।

২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর দিনটি জাতীয় আয়কর দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এর আগে, ২০০৮ সাল থেকে আয়কর দিবস পালন শুরু হয় এবং ১৫ সেপ্টেম্বর দিনটি পালন করা হতো। রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে ২০১৬ সালে এটি ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়। তবে এ বছর রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এনবিআরের নির্দেশিকা অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ৪৪ ধরনের সেবার ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক করা হয়েছে। কর শনাক্তকারী নম্বরধারী (ই-টিআইএন) ১ কোটি ১০ লাখেরও বেশি হলেও গত অর্থবছরে মাত্র ৪৪ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন। এ বছর এখন পর্যন্ত ৫ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন বলে জানা গেছে।

করদাতাদের মধ্যে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সীমারেখা নির্ধারণ করা হয়েছে। সাধারণ ব্যক্তিদের জন্য সাড়ে তিন লাখ টাকার বেশি, নারী ও ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য চার লাখ টাকার বেশি আয় হলে, প্রতিবন্ধীদের জন্য সাড়ে চার লাখ ৭৫ হাজার টাকার বেশি এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ লাখ টাকার বেশি আয়ে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এ ছাড়াও বিভিন্ন সরকারি সেবা পেতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানো অপরিহার্য।

আয়কর দিবস উদযাপন না হওয়া নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিশেষ করে কর অফিস এবং সাধারণ জনগণ নতুন সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। এনবিআরের পক্ষ থেকে দ্রুত এই বিষয়ে একটি স্পষ্ট সিদ্ধান্তের প্রত্যাশা করা হচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ