আমার পরিবারকে টার্গেট করেছে আ. লীগ: প্রেস সেক্রেটারি
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেছেন, বইমেলায় শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিনের ছবি পোস্ট করার পর আওয়ামী লীগের ট্রল বাহিনী পরিকল্পিতভাবে তাঁর পরিবারকে টার্গেট করেছে এবং ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে তাদের হয়রানি করছে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
শফিকুল আলম বলেন, “বইমেলায় শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনের একটি ছবি পোস্ট করার পর থেকেই আওয়ামী লীগের অনলাইন ট্রল বাহিনী আমার পরিবারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আক্রমণ শুরু করেছে। এটি শুধু আমার ব্যক্তিগত বিষয় নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তাদের মূল লক্ষ্য হচ্ছে ভিন্নমতের মানুষদের ভয় দেখানো, অপমান করা এবং পরিবারকে টার্গেট করে চাপে রাখা।”
তিনি আরও বলেন, “আমরা সবাই জানি, আওয়ামী লীগের ট্রল বাহিনীর চরিত্র কেমন। তারা যে কোনো সমালোচনাকে সহ্য করতে পারে না এবং ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে নোংরা কৌশল গ্রহণ করে। তাদের কার্যক্রম এখন এমন পর্যায়ে গেছে যে, পরিবারের সদস্যদের ব্যক্তিগত ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এটি কেবল নিন্দনীয় নয়, এটি রাজনৈতিক সন্ত্রাসেরই আরেক রূপ।”
প্রেস সচিব আরও অভিযোগ করেন, “অপ্রত্যাশিত হলেও সত্য, শেখ হাসিনা এখন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, অথচ তার নিজের দল নোংরা অপপ্রচার চালিয়ে দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আওয়ামী লীগের এই ট্রল বাহিনী শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, সাধারণ নাগরিকদেরও টার্গেট করছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”
তিনি বলেন, “এই টিম এখন এমন পর্যায়ে নেমে গেছে যে, কারো মেয়ের ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ছড়াচ্ছে। এটি ভয়ংকর এবং নিন্দনীয়। অথচ তারাই আমাদের রুচির প্রশ্ন তোলে। দেশের মানুষ এখন বুঝতে পারছে, কারা আসল অপপ্রচারকারী এবং কারা গণতন্ত্রের নামে সন্ত্রাস চালাচ্ছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত কর্মকর্তারা জানান, এসব ঘটনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আইনি পদক্ষেপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং এ বিষয়ে দেশের নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।