মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৮:৫৭

আবাহনী ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জে কোচ হান্নান সরকার

প্রতিবেদক
staffreporter
মে ২৪, ২০২৫ ১০:০৮ পূর্বাহ্ণ
আবাহনী ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জে কোচ হান্নান সরকার

আবাহনী ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জে কোচ হান্নান সরকার

সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড, আর সেই দলের প্রধান কোচ ছিলেন বিসিবির সাবেক নির্বাচক হান্নান সরকার। প্রথম আসরেই শিরোপা এনে দেওয়ায় ধারণা করা হচ্ছিল, তিনি পরের মৌসুমেও আবাহনীর দায়িত্বেই থাকবেন। তবে অবশেষে জানা গেল, সেই পথচলা এক আসরেই থেমে গেছে।

আজ শুক্রবার ঢাকা পোস্টকে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে, আসন্ন ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন হান্নান সরকার। কয়েকদিন ধরেই রূপগঞ্জের সঙ্গে তার আলোচনা চলছিল, আর আজ তা চূড়ান্ত হয়েছে।

চলতি বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান হান্নান। প্রায় ৮ বছর ৮ মাস বিসিবির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০১৬ সালে বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে শুরু করে শেষ পর্যন্ত জাতীয় দলের নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

নির্বাচকের চাকরি ছেড়ে সরাসরি কোচিংয়ে নাম লেখান হান্নান, আর নিজের প্রথম মৌসুমেই বাজিমাত করেন। আবাহনীর হয়ে চ্যাম্পিয়ন হয়ে নিজেকে নতুন ভূমিকায় সাফল্যের সঙ্গে তুলে ধরেন তিনি। তবে সেই সফল শুরুর পর আবাহনীর সঙ্গে তার অধ্যায় আর দীর্ঘ হলো না। এবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ডাগআউটে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত