বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা চারটি মামলা বাতিলের বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
রোববার (৫ জানুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তিনি বলেন, "হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা চারটি লিভ টু আপিল শুনানি শেষে আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন।"
এর আগে, গত বছরের ২৩ অক্টোবর হাইকোর্ট তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর গুলশান ও ধানমন্ডি থানায় দায়ের করা চারটি চাঁদাবাজি মামলার কার্যক্রম বাতিলের রায় দেন। ২০০৭ সালে গুলশান থানায় দায়ের করা তিনটি এবং ধানমন্ডি থানায় করা একটি মামলা নিয়ে এই রায় দেওয়া হয়।
২০০৭ সালের ২৭ মার্চ রেজা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আফতাব উদ্দিন তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনসহ অন্যান্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় একটি মামলা করেন। একই বছরের ৪ মে সৈয়দ আবু শাহেদ সোহেল একটি চাঁদাবাজির মামলা করেন। এছাড়া, ৮ মার্চ ঠিকাদার আমীন আহমেদ ভূঁইয়া দ্রুত বিচার আইনে গুলশান থানায় আরেকটি মামলা দায়ের করেন। ধানমন্ডি থানায় মীর জাহির হোসেনের করা মামলাটি গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে।
তারেক রহমান এই চার মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। প্রাথমিক শুনানির পর রুল জারি করা হয়। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের রায়ে মামলাগুলো বাতিল ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করলেও তা খারিজ হওয়ায় হাইকোর্টের রায়ই বহাল থাকল।