সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটির জনগণের প্রতি সমর্থন প্রদানের আহ্বান জানিয়েছে তুরস্ক। কাতারের দোহায় এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, “আজ সিরিয়ার জনগণের জন্য নতুন আশার সূচনা হয়েছে। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন।”
হাকান ফিদান সতর্ক করে বলেন, সিরিয়ার পরিস্থিতি যেন আরও খারাপ না হয়, সেদিকে সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকতে হবে। বিশেষত আইএস ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর মতো গোষ্ঠীগুলো যেন এই অবস্থার সুযোগ নিতে না পারে, সে জন্য বাড়তি নজর দেওয়া জরুরি।
তিনি জানান, সিরিয়ায় স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তুরস্ক তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। রাশিয়া ও ইরানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে ফিদান উল্লেখ করেন, তুরস্ক, রাশিয়া, ইরান এবং জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূতের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ আলোচনায় সৌদি আরব, কাতার, ইরাক, মিশর এবং জর্ডানও অংশ নেয়।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। আমরা দৃঢ় সংকল্প নিয়ে সিরিয়ার জনগণের পাশে থাকব।”