মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৮:১১

আন্তর্জাতিক অভিষেকে বিব্রতকর সূচনা সাই সুদর্শনের, তবুও আশাবাদী গুজরাট টাইটান্স

প্রতিবেদক
staffreporter
জুন ২১, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক অভিষেকে বিব্রতকর সূচনা সাই সুদর্শনের, তবুও আশাবাদী গুজরাট টাইটান্স

আন্তর্জাতিক অভিষেকে বিব্রতকর সূচনা সাই সুদর্শনের, তবুও আশাবাদী গুজরাট টাইটান্স

আইপিএলের সাম্প্রতিক মৌসুমে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসা তামিলনাড়ুর সাই সুদর্শনের টেস্ট অভিষেক হলো একেবারেই হতাশাজনক। গুজরাট টাইটান্সের হয়ে ১৫ ম্যাচে ৭৫৯ রান করে চলতি বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও, ইংল্যান্ডের বিপক্ষে লিডস টেস্টে অভিষেক ইনিংসেই ০ রানে ফিরতে হলো তাকে। তিন নম্বরে নেমে মাত্র চার বল টিকতে পেরেছেন তিনি—অধিনায়ক বেন স্টোকসের লেগ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে কিপারের হাতে ধরা পড়েন।

এর মধ্য দিয়ে সুদর্শন নাম লেখালেন ভারতের সেই তালিকায়, যারা অভিষেক টেস্টেই শূন্য রানে আউট হয়েছেন। তবে আরও বিশেষভাবে, তিন নম্বরে ব্যাট করে শূন্য রানে আউট হওয়া প্রথম ভারতীয় ব্যাটার হয়ে গেলেন তিনি। এর আগে সর্বশেষ দেভাং গান্ধি ১৯৯৯ সালে মোহালিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪ বলে শূন্য রানে ফিরেছিলেন।

অবশ্য ভারতীয় দল প্রথম দিনে রানবন্যা বইয়ে দেয়। ৮৫ ওভার শেষে স্কোরবোর্ডে ছিল ৩ উইকেটে ৩৫৯ রান। সেঞ্চুরি করেছেন অধিনায়ক শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। অপরাজিত ছিলেন ঋষভ পান্ত। ব্যর্থ ছিলেন কেবল সাই সুদর্শন।

সুদর্শনের স্কোয়াডে থাকা নিয়েও কিছু বিতর্ক রয়েছে। কারণ তার চেয়ে অভিজ্ঞ ধ্রুব জুরেল ও অভিমন্যু ইশ্বরন স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে জায়গা পাননি। প্রথম শ্রেণির ক্রিকেটে কম অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে টেস্টে সুযোগ পেয়েছেন সুদর্শন। তাই তার ব্যর্থতা নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক।

তবে শুরুটা খারাপ হলেও তার প্রতি আস্থা হারায়নি গুজরাট টাইটান্স। এক বিবৃতিতে তারা বলেছে, “সেরা গল্পের প্রথম অধ্যায়টা কঠিন হয়। তবে আমরা আশাবাদী, সাই সু পরের ইনিংসে আরও শক্তিশালী হয়ে ফিরবে।”

দর্শকেরাও তাকিয়ে থাকবেন, পরের ইনিংসে কীভাবে ঘুরে দাঁড়ান আইপিএলের এই তরুণ তারকা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি