আনুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভুয়া: প্রধান উপদেষ্টার প্রেস উইং
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ‘পরবর্তী জাতীয় নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে’—এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
শনিবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানায়, কিছু সামাজিকমাধ্যম অ্যাকাউন্ট থেকে একটি ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে, যেখানে বলা হয়েছে—‘প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হবে’। কিন্তু প্রেস উইং বলছে, প্রধান উপদেষ্টা এমন কোনো বক্তব্য দেননি এবং তার নাম মিথ্যাভাবে ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঐকমত্য কমিশনের সংলাপে রাজনৈতিক দলগুলোর মধ্যে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
প্রসঙ্গত, গত ২৬ জুন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে পিআর পদ্ধতি নিয়ে কোনো আলোচনা হয়নি।
প্রেস উইং সকলকে অনুরোধ করেছে, যাচাই-বাছাই ছাড়া এমন গুজব ও ভিত্তিহীন তথ্য শেয়ার না করতে এবং বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকতে।