নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে আদালতেই কান্নায় ভেঙে পড়লেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। রবিবার (আজ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াকের আদালতে মিরপুর থানার মহিউদ্দিন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়।
শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে কামাল মজুমদার ক্ষোভ উগড়ে বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। পরিবারের সদস্যদেরও নির্যাতন করা হচ্ছে। জায়গা-জমি দখল করে নেওয়া হচ্ছে। বাদীরও কোনো খোঁজ নেই, অথচ একের পর এক মিথ্যা মামলা চলছে।”
তিনি আরও বলেন, “আমি কোনো অন্যায় করিনি, দুর্নীতির সঙ্গেও জড়িত নই। তবুও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এর সঠিক বিচার চাই। আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু যারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”
এই বক্তব্য দিতে গিয়েই আদালতে কান্নায় ভেঙে পড়েন কামাল মজুমদার।
মামলার নথি থেকে জানা গেছে, গত ৫ আগস্ট মিরপুর মডেল থানার সামনে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মহিউদ্দিন। পরে ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার এক মাস পর, ১২ সেপ্টেম্বর নিহতের মামাতো ভাই মিরপুর থানায় মামলা করেন।
এই মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশের পর কামাল মজুমদার আদালত কক্ষেই আবেগপ্রবণ হয়ে পড়েন। মামলার পরবর্তী কার্যক্রম কী হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা!