রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৫৫

আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের রাজনৈতিক দল ‘জনশক্তি’

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২১, ২০২৪ ১:০৫ অপরাহ্ণ

আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের রাজনৈতিক দল ‘জনশক্তি’

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া জুলাই-আগস্টের আন্দোলন দেশের রাজনীতিতে বড় পরিবর্তন নিয়ে আসে। কোটা সংস্কার আন্দোলন থেকে ধীরে ধীরে এটি রূপ নেয় সরকার পতনের আন্দোলনে, যা শেষ পর্যন্ত সফল হয়। এরপর আলোচনায় উঠে আসে রাষ্ট্রের সংস্কারের প্রসঙ্গ।

অন্তর্বর্তীকালীন সরকার ধাপে ধাপে নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। এ অবস্থায় আন্দোলনকারী শিক্ষার্থীরা নিজেরা রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, আগামী দুই মাসের মধ্যেই গড়ে উঠবে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। সম্ভাব্য নাম রাখা হয়েছে ‘জনশক্তি,’ যদিও এটি চূড়ান্ত নয়।

নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হবে প্রচলিত রাজনৈতিক ধারা থেকে সম্পূর্ণ আলাদা। দলটির মূল লক্ষ্য হবে জনগণের আস্থা অর্জন করা এবং ফ্যাসিবাদী কাঠামো বা দুর্নীতিপ্রবণ রাজনীতির ধারা পরিহার করা। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, “এই দল হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকের। এখানে টেন্ডারবাজি, চাঁদাবাজি, বা বিদেশি এজেন্ডা বাস্তবায়নের কোনো স্থান থাকবে না।”

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সারজিস আলমের মতে, দলটি শুধুই কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কাজের মাধ্যমে নিজেদের প্রতিশ্রুতি প্রমাণ করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানান, দেশের মানুষ চাইলে তারা এ রাজনৈতিক দল গঠনে উদ্যোগ নেবেন।

নতুন দলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যুক্ত হবেন। আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনাও রয়েছে তাদের। নাসিরুদ্দিন পাটোয়ারী জানান, “আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, দেশের কল্যাণ। তবে যদি গণহত্যার বিচারের আগেই নির্বাচন হয়, তাহলে আমাদের অন্যতম লক্ষ্য থাকবে যেকোনোভাবে খুনিদের বিচারের ব্যবস্থা করা।”

দলের অর্থ সংগ্রহের উৎস হিসেবে ক্রাউডফান্ডিংয়ের পরিকল্পনা রয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক ফোরামের সম্ভাবনা নিয়েও কাজ করছেন নেতারা। দলটির সম্ভাব্য নাম হিসেবে ‘জনশক্তি’ প্রস্তাব করা হয়েছে। তবে জনগণের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত নাম নির্ধারণ করা হবে।

নতুন রাজনৈতিক দলটি নির্বাচন ছাড়াও প্রয়োজনীয় হলে রাজনৈতিক জোটেও যোগ দেবে। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন দলের সঙ্গে ইতোমধ্যে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। নিজেদের বিপ্লবী চেতনা ধরে রেখে দেশের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন নেতারা।

সূত্র: যমুনা টিভি

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
লস অ্যাঞ্জেলেসে আবারও ভয়াবহ দাবানল: বিপর্যস্ত ৩১,০০০ বাসিন্দা

লস অ্যাঞ্জেলেসে আবারও ভয়াবহ দাবানল: বিপর্যস্ত ৩১,০০০ বাসিন্দা

আজকের মূদ্রার হার (২১ ডিসেম্বর, ২০২৪)

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন - বঞ্চিত বিষয়গুলোতে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনঃ বঞ্চিত বিষয়গুলোতে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না

৩ দিনে গাজায় ঢুকেছে ২ হাজার ৪ শতাধিক ত্রাণবাহী ট্রাক: জাতিসংঘ

৩ দিনে গাজায় ঢুকেছে ২ হাজার ৪ শতাধিক ত্রাণবাহী ট্রাক: জাতিসংঘ

তাহসানের সঙ্গে বিয়ের পর তরতরিয়ে বাড়ছে রোজার পেজের ফলোয়ার

তাহসানের সঙ্গে বিয়ের পর তরতরিয়ে বাড়ছে রোজার পেজের ফলোয়ার

আজকের আবহাওয়া (২০ ডিসেম্বর, ২০২৪)

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে নেতার নাম লেখা নিয়ে সংঘর্ষ, আহত ১০

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে নেতার নাম লেখা নিয়ে সংঘর্ষ, আহত ১০

মার্কিন পণ্যে শুল্ক আরোপ নিয়ে ভারতকে আবার সতর্ক করলেন ট্রাম্প

গাজা জুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি।

সিরিয়ায় হামলা বন্ধে ইসরায়েলকে জাতিসংঘ মহাসচিবের আহ্বান