আতিফ আসলাম ঢাকায়, আজ মঞ্চ মাতাবেন আর্মি স্টেডিয়ামে
পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম দ্বিতীয়বারের মতো এ বছর ঢাকায় এসেছেন। আজ (২৯ নভেম্বর) বেলা সাড়ে তিনটায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
ঢাকার আর্মি স্টেডিয়ামে আজ রাত আটটায় শুরু হতে যাওয়া ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে পারফর্ম করবেন আতিফ। এই আয়োজনের মূল আকর্ষণ তিনি হলেও তাঁর সঙ্গে গাইবেন আরেক পাকিস্তানি তারকা আবদুল হান্নান এবং বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।
আতিফ আসলাম এর আগে গত এপ্রিলে ঢাকায় এসেছিলেন এবং ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’-এ পারফর্ম করেছিলেন। সেবার তিনি তাঁর জনপ্রিয় গান ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’, ‘তেরে লিয়ে’ সহ আরও অনেক গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন। সেবার বাংলাদেশের সংগীতশিল্পী আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং ও কার্নিভ্যালও তাঁর সঙ্গে মঞ্চ শেয়ার করেন।
কনসার্টে দেশ-বিদেশের শিল্পীদের এই সমন্বিত আয়োজন এবারও ভক্তদের মনে গভীর ছাপ ফেলবে বলে আশা করছেন আয়োজকরা।