আজ ৫ ডিসেম্বর, বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৪। এবারের প্রতিপাদ্য "মাটির পরিচর্যা: পরিমাপ, পরীক্ষণ, পরিচালন", যা মৃত্তিকার সঠিক ব্যবস্থাপনা ও সংরক্ষণের ওপর জোর দিচ্ছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মৃত্তিকা, পৃথিবীর উপরিভাগের নরম স্তর, উদ্ভিদের বৃদ্ধি এবং মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ভূ-ত্বক, জলস্তর, বায়ুস্তর, এবং জৈবস্তরের মিথস্ক্রিয়ায় পাথর থেকে তৈরি হয়। মৃত্তিকার সঠিক পরিচর্যার গুরুত্ব তুলে ধরতেই ২০০২ সালে মৃত্তিকা বিজ্ঞানের আন্তর্জাতিক ইউনিয়ন (আইইউএসএস) বিশ্ব মৃত্তিকা দিবস পালনের প্রস্তাব করে। ২০১৪ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অনুমোদনে দিবসটি আনুষ্ঠানিকভাবে উদযাপন শুরু হয়।
বাংলাদেশে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিশেষ সেমিনার ও কর্মসূচি আয়োজন করেছে।
খামারবাড়ি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আজ সকালে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং সভাপতিত্ব করবেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
বিশ্বের প্রায় ৬০,০০০ মৃত্তিকাবিজ্ঞানী দিবসটি উদযাপনে যুক্ত রয়েছেন। তাঁরা মৃত্তিকা সম্পর্কিত জ্ঞান বৃদ্ধিতে এবং তার প্রচারে কাজ করে যাচ্ছেন। সুস্থ মৃত্তিকার সুফল পেতে পৃথিবীর সব দেশকে উৎসাহিত করতেই দিবসটি পালিত হয়।