আজ ৭ মার্চ, বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক মহাসমাবেশে জাতির মুক্তির দিকনির্দেশনা দেন।
লাখো মুক্তিকামী মানুষের সামনে তিনি বজ্রকণ্ঠে উচ্চারণ করেন, "রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো, ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।" এই ভাষণই হয়ে ওঠে বাঙালির স্বাধীনতা আন্দোলনের মূল প্রেরণা এবং মুক্তিযুদ্ধের রণকৌশলের ভিত্তি।
মাত্র ১৯ মিনিটের এই ভাষণে বঙ্গবন্ধু সামরিক আইন প্রত্যাহার, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত পাঠানো এবং গণহত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। তার এই ভাষণ কেবল রাজনৈতিক দলিল নয়, বরং বাঙালির আত্মপরিচয়ের প্রতিচ্ছবি।
এই ঐতিহাসিক ভাষণ বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে। ইউনেস্কো একে ‘বিশ্ব ঐতিহ্যের দলিল’ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং এটি বহু ভাষায় অনূদিত হয়েছে। ৭ মার্চের এই ভাষণ আজও স্বাধীনতার চেতনায় জাতিকে অনুপ্রাণিত করে চলেছে।