ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে পদদলিত হয়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোরের শহরতলীর পুলেরহাটে আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর এবং আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১০ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মইনুল ইসলাম (৩২), ওসমান গণী (১৮), জিয়ান (২১), মারজান (১৮), ইব্রাহীম (৪০), মাসুদ (২৬), সাইদুল (২৮), লাবলী (৩০) ও আফিফা (১৪)।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা ড. মিজানুর রহমান আজহারীর আসার খবরে মাহফিল প্রাঙ্গণে লাখো মানুষের সমাগম ঘটে। ভোর থেকেই মানুষ শীত উপেক্ষা করে মাহফিল স্থলে আসতে শুরু করে। বিকেল থেকে মূল প্রাঙ্গণ ছাড়িয়ে আশপাশের সড়ক এবং মহাসড়কে মানুষের ঢল নামে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মাহফিলের মেইন গেটে তালা থাকায় বাইরে অপেক্ষারত মানুষের ভিড়ে ঠেলাঠেলি শুরু হয়। পেছন থেকে ধাক্কায় অনেকে পড়ে গেলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা ইসলাম জানান, আহতদের মধ্যে আফিফার অবস্থা গুরুতর হলেও বাকিরা আশঙ্কামুক্ত।
মাহফিলে স্বেচ্ছাসেবকরা জানান, প্রায় ৩০ জন আহতের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর গুজব ছড়ালেও এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানা বা হাসপাতাল কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি।