আগস্ট-সেপ্টেম্বরে মাঠে গড়াবে বিসিএল, যুক্ত হতে পারে বিদেশি দল
জাতীয় দলের শ্রীলঙ্কা সফর চলমান থাকলেও দেশের ঘরোয়া ক্রিকেটে চলছে স্থবিরতা। মে মাসে শুরু হওয়ার কথা থাকলেও বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের আসর পিছিয়ে গেছে। ভেন্যু জটিলতা ও ক্রিকেটারদের আন্তর্জাতিক ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি দেশের প্রথম শ্রেণির গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট।
তবে অপেক্ষার অবসান হতে চলেছে শিগগিরই। বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, নতুন সূচি অনুযায়ী আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বিসিএলের ২০২৫ মৌসুম। তিনি জানান, প্রাথমিকভাবে গোলাপি বল ব্যবহারের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত লাল বলেই খেলা হবে আসন্ন আসরে।
এবারের আসরে একটি নতুন চমকের ইঙ্গিত দিয়েছেন আকরাম খান। চারটি দেশের সঙ্গে যোগাযোগ করে বিসিএলে একটি বিদেশি ঘরোয়া দল যুক্ত করার পরিকল্পনা করছে বিসিবি। এর ফলে প্রতিযোগিতা যেমন বাড়বে, তেমনি স্থানীয় ক্রিকেটারদের জন্য এটি হতে পারে আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জনের দারুণ সুযোগ।
আকরাম বলেন, “চারটি দেশের সঙ্গে যোগাযোগ চলছে—শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত। এখনো নিশ্চিত নয় কোন দলটি অংশ নেবে। দেখা যাক শেষ পর্যন্ত কাদের পাওয়া যায়।”
প্রসঙ্গত, ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্রিকেটের উপযোগী খেলোয়াড় তৈরি করতেই বিসিএল আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিদেশি দলের অন্তর্ভুক্তি হলে এবারের আসর হবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয়।