ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য ক্রীড়ার ইভেন্টে বাজি ধরা বা বেটিংয়ের ঘটনা নতুন কিছু নয়। এবারও তেমনি নজর পড়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে, যেখানে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। এই ম্যাচে জুয়াড়িদের কয়েকটি গ্রুপ ৭০০০ কোটি (৫ বিলিয়ন ভারতীয় রুপি) টাকার বাজি ধরেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লি পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
এনডিটিভি জানিয়েছে, বেটিং প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি চালানো সূত্রে এই তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক বুকি বা জুয়াড়িদের মধ্যে ভারতের দল পছন্দের তালিকায় রয়েছে এবং তারা অনেক সময় আন্ডারওয়ার্ল্ড কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকে। দুবাইয়ে বড় ক্রিকেট ম্যাচের জন্য বিশ্বের বড় বুকিরা জড়ো হন, আর ভারতীয় মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের গ্যাংও এখানে সম্পৃক্ত থাকে।
এছাড়া, দিল্লি পুলিশ সেমিফাইনাল ম্যাচ চলাকালীন ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে, যারা বাজি ধরেছিলেন। জিজ্ঞাসাবাদে পুলিশ দুবাই পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে। ধরা পড়া দুই বুকি, পারভিন কোচার ও সঞ্জয় কুমার ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচে বেটিং করেছিলেন। তাদের কাছ থেকে মোবাইল ও ল্যাপটপসহ অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি জব্দ করা হয়।
এছাড়া, পারভিন কোচারের মাস্টার আইডি ছিল, যার মাধ্যমে তিনি বেটিং আইডি তৈরি করে দেন। প্রতিটি লেনদেনে তাদের সিন্ডিকেট ৩ শতাংশ কমিশন নেয়। এই পুরো নেটওয়ার্ক দুবাই থেকে নিয়ন্ত্রিত হয়।
এদিকে, দিল্লির চোটু বানসাল কানাডা থেকে একটি বেটিং অ্যাপ তৈরি করে দুবাই থেকে পরিচালনা করেন। পুলিশ আরও কয়েকজনকে শনাক্ত করেছে, যারা এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত।