রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৫০

আইসিডিডিআরবিতে এক হাজারের বেশি কর্মী ছাঁটাই

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ৩১, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ণ
আইসিডিডিআরবিতে এক হাজারের বেশি কর্মী ছাঁটাই

আইসিডিডিআরবিতে এক হাজারের বেশি কর্মী ছাঁটাই

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধের ফলে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এক হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুতির নোটিশ দিয়েছে। এসব কর্মকর্তা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)–এর অর্থায়নে পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজ করতেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) আইসিডিডিআরবির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত প্রায় সব প্রকল্প বন্ধ হয়ে গেছে। ফলে এসব প্রকল্পে কর্মরতদের চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়েছে। আইসিডিডিআরবির প্রায় পাঁচ হাজার কর্মীর মধ্যে ২০ শতাংশের বেশি, অর্থাৎ এক হাজারেরও বেশি কর্মী চাকরি হারিয়েছেন।

সবচেয়ে বেশি কর্মকর্তা-কর্মচারী সংক্রামক রোগ বিভাগের যক্ষ্মাবিষয়ক কর্মসূচি থেকে ছাঁটাই হয়েছেন। এই কর্মসূচির কর্মীরা সরকারের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সঙ্গে কাজ করতেন।

উল্লেখ্য, আইসিডিডিআরবির বিভিন্ন গবেষণা কার্যক্রমে ইউএসএআইডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্থাটির বার্ষিক বাজেটের ২০ শতাংশের বেশি অর্থ ইউএসএআইডির অনুদান থেকে আসে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে পাঁচ হাজারের বেশি গবেষক, কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ