গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (আরপিও) সহ গুরুত্বপূর্ণ আইনি সংস্কার নিয়ে আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হয়েছে নির্বাচন কমিশনের (ইসি) অষ্টম কমিশন সভা। সভায় সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ আইন ও নীতিমালার সংশোধনের প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। সভার আলোচ্যসূচিতে রয়েছে:
এই সভার মাধ্যমে নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে আইনি কাঠামোর সংস্কারে উদ্যোগ নিয়েছে ইসি। আইন সংশোধনের এই প্রক্রিয়া ভবিষ্যতের জাতীয় ও স্থানীয় নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।