চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে তিনি জনগণকে শান্ত থাকার এবং কোনো ধরনের অপ্রীতিকর কার্যকলাপে অংশ না নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বন্দর নগরীসহ আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন।
অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো মূল্যে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে এবং তা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন ড. মুহাম্মদ ইউনূস।