রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| বিকাল ৫:৫১

আইএসআইএলের শিয়া মাজারে হামলার চক্রান্ত নস্যাৎ করলো সিরিয়া

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১২, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ
আইএসআইএলের শিয়া মাজারে হামলার চক্রান্ত নস্যাৎ করলো সিরিয়া

আইএসআইএলের শিয়া মাজারে হামলার চক্রান্ত নস্যাৎ করলো সিরিয়া

আইএসআইএল (আইএসআইএস) যোদ্ধাদের দামেস্কের শহরতলীতে একটি শিয়া মাজার উড়িয়ে দেওয়ার চেষ্টা সিরিয়ার কর্তৃপক্ষ ব্যর্থ করে দিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে।

সিরিয়ার গোয়েন্দা সংস্থার একটি সূত্র সানাকে জানিয়েছে, গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী আইএসআইএলের সাইয়িদা জয়নাব মাজারের ভেতরে বোমা হামলা চালানোর প্রচেষ্টা ব্যর্থ করতে সফল হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

এ বিষয়ে রোববার (১২ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা এবং ভয়েস অব আমেরিকা জানিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা সিরিয়ার জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের অজ্ঞাত এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, হামলার পরিকল্পনা করা আইএসআইএলের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, গোয়েন্দা বিভাগটি “যে কোনও মতবাদের সিরীয় জনগণকে হামলার লক্ষ্যবস্তু করার সকল প্রচেষ্টাকে মোকাবিলা করার জন্য তার সকল ক্ষমতা প্রয়োগ করছে।”

আইএস এর আগেও শিয়া তীর্থযাত্রীদের ওপর সাইয়িদা জয়নাবে আক্রমণ চালিয়েছে। মূলত আইএস সুন্নি ইসলামের কট্টর ব্যাখ্যা দেয় এবং শিয়াদের কাফের মনে করে থাকে। ২০২৩ সালে শিয়াদের পবিত্র দিন আশুরার ঠিক একদিন আগে সাইয়েদা জয়নাবে মোটরসাইকেলে রাখা একটি বিস্ফোরক বিস্ফোরিত হলে অন্তত ৬ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন।

এবার আক্রমণটি যে প্রতিহত করা হয়েছে, তা বাশার আল আসাদের সাবেক সরকারের সমর্থক ধর্মীয় সংখ্যালঘুদের নিশ্চয়তা প্রদানের জন্যই করা হয়েছে। বাশার আল আসাদ শিয়া ধর্মাবলম্বী আলাওয়াইট সম্প্রদায়ের সদস্য ছিলেন এবং তিনি ইরানের পাশাপাশি লেবাননের সশস্ত্র শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ ও ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখতেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ