আইআরজিসির গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ পেলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি
ইরানের এলিট সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা বিভাগের নতুন প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ নিয়োগ চূড়ান্ত করেন আইআরজিসির সদ্য নিয়োগপ্রাপ্ত শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর। এই তথ্য প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনা।
মাজিদ খাদামি এই পদে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মেদ কাজেমির স্থলাভিষিক্ত হয়েছেন। উল্লেখ্য, গত ১৫ জুন ইরানের ভূখণ্ডে ইসরায়েলি বিমান বাহিনীর (IAF) চালানো এক হামলায় প্রাণ হারান কাজেমি। তার মৃত্যুর মাত্র কয়েকদিন পরেই এই গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দিয়েছে তেহরান।
আইআরজিসির শীর্ষ পর্যায়ে এই রদবদলের পেছনেও রয়েছে ইসরায়েলের সামরিক কৌশল। গত ১৩ জুন থেকে শুরু হওয়া একাধিক বিমান হামলার মাধ্যমে ইরানের সামরিক চেইন অব কমান্ডকে দুর্বল করার লক্ষ্যে কাজ করে আসছে ইসরায়েল। ওই হামলাগুলোতে নিহত হয়েছেন বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও কমান্ডার।
এই হামলাতেই নিহত হয়েছেন আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। তার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌরকে নতুন শীর্ষ কমান্ডার হিসেবে নিয়োগ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
যদিও ইসরায়েল চেয়েছিল ইরানের নেতৃত্ব কাঠামোয় চরম বিশৃঙ্খলা সৃষ্টি করতে, তবে ইরান খুব দ্রুত নতুন নেতৃত্ব নিযুক্ত করে সেই উদ্দেশ্য ভেস্তে দিয়েছে।
সূত্র: এএফপি, এনডিটিভি ওয়ার্ল্ড.