শনিবার, ৫ই জুলাই, ২০২৫| রাত ৩:২৯

অ-১৮ এশিয়া কাপ হকিতে অভিষেকে বড় ব্যবধানে হার বাংলাদেশের নারী দলের

প্রতিবেদক
staffreporter
জুলাই ৪, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
অ-১৮ এশিয়া কাপ হকিতে অভিষেকে বড় ব্যবধানে হার বাংলাদেশের নারী দলের

অ-১৮ এশিয়া কাপ হকিতে অভিষেকে বড় ব্যবধানে হার বাংলাদেশের নারী দলের

চীনের ডাজহু শহরে অনুষ্ঠিত অ-১৮ এশিয়া কাপ হকিতে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে বাংলাদেশের নারী দল। তবে অভিষেক ম্যাচেই জাপানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে দলটি। আজকের ম্যাচে জাপান ১১-০ গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশের বিপক্ষে।

ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য তুলনামূলক ভালো ছিল। প্রথম কোয়ার্টারে তারা মাত্র এক গোল হজম করে। দ্বিতীয় কোয়ার্টারে জাপান আরও দুই গোল করে, ফলে প্রথমার্ধে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ দল প্রতিপক্ষের আক্রমণ রুখে দাঁড়ানোর চেষ্টা করে এবং এই সময়ে কেবল একটি গোল হজম করে। কিন্তু শেষ কোয়ার্টারে ম্যাচের রূপ বদলে যায়। বাংলাদেশ দল একেবারে ছন্দ হারিয়ে ফেলে এবং মাত্র ১৫ মিনিটেই আরও ৭টি গোল খেয়ে বসে।

ফলে শেষ পর্যন্ত ১১-০ গোলের বড় ব্যবধানে পরাজয় বরণ করে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী হকি দল।

অন্যদিকে, আজ বাংলাদেশ পুরুষ দলের কোনো খেলা ছিল না। আগামীকাল বালক দল শ্রীলঙ্কা এবং বালিকা দল উজবেকিস্তানের মুখোমুখি হবে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে চীন সময় অনুযায়ী বিকেলে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি