৯৭তম অস্কার আসরে বাজিমাত করল পরিচালক শন বেকারের চলচ্চিত্র ‘অ্যানোরা’। সেরা ছবিসহ পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ছবিটি। এর আগে কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয়ের পর থেকেই ছবিটি আলোচনায় ছিল।
‘অ্যানোরা’ সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা চিত্রনাট্য, সেরা স্ক্রিনপ্লে ও সেরা এডিটিং বিভাগে পুরস্কার পেয়েছে। ছবিটির পরিচালক শন বেকার সেরা পরিচালকের পুরস্কার জেতার পাশাপাশি ইতিহাসও গড়েছেন—একই ছবির জন্য এক বছরে চারটি অস্কার জেতা তিনিই প্রথম ব্যক্তি।
পুরস্কার গ্রহণের সময় বেকার বলেন, ‘আমরা সবাই এখানে এসেছি এবং এই অনুষ্ঠান দেখছি, কারণ আমরা সিনেমাকে ভালোবাসি। আমরা সিনেমার প্রেমে পড়েছি কোথায়? সিনেমা হলে।’
ছবির গল্পে দেখা যায়, এক রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক যৌনকর্মীর প্রেমে পড়ে এবং তাকে বিয়ে করে। কিন্তু গ্যাংস্টার এই সম্পর্ক মেনে নেয় না। বিয়ে বাতিল করানোর জন্য নিউইয়র্কে রওনা দেয় সে, ফলে হুমকির মুখে পড়ে দম্পতির সম্পর্ক।
২০২৩ সালে নিউইয়র্কে শুটিং হওয়া ‘অ্যানোরা’ ছবিটি প্রযোজনা করেছেন শন বেকার ও তার স্ত্রী সামান্থা কোয়ান।