জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরকে সাময়িক বরখাস্ত করেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) এনবিআর থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, যশোরে বদলির আদেশের বিরুদ্ধে অসদাচরণ করায় লুৎফুল কবিরের বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণেই তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।