ভারতের জনপ্রিয় র্যাপার হানি সিং সম্প্রতি নতুন গান ‘ম্যানিয়্যাক’ প্রকাশ করেছেন। তবে গানটি মুক্তির পরই বিতর্কের মুখে পড়েছে। অভিযোগ উঠেছে, গানটির মাধ্যমে অশ্লীলতা প্রচার করা হয়েছে এবং নারীদের পণ্যের সঙ্গে তুলনা করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গানটি নিয়ে ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। হানি সিং, গীতিকার লিয়ো গ্রেওয়াল, ভোজপুরি সংগীতশিল্পী রাগিনী বিশ্বকর্মা ও অর্জুন আজনবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিনেত্রী নীতু পাটনা দাবি করেছেন, গানের কথাগুলো আপত্তিকর এবং নারীদের যৌন পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে ভোজপুরি ভাষার কিছু পঙ্ক্তি নিয়ে তিনি কড়া আপত্তি জানিয়েছেন। তার মতে, গানটি পাটনার সংস্কৃতিকে ভুলভাবে উপস্থাপন করছে এবং নারীদের উন্নয়নকে ব্যাহত করছে।
নীতুর ভাষায়, ‘এই গান সমাজের উপরও খারাপ প্রভাব ফেলতে পারে’। তবে এখন পর্যন্ত হানি সিংয়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ ব্যাপারে আদালতে চলতি মাসের শেষের দিকে শুনানি হতে পারে। এটি হানি সিংয়ের ক্যারিয়ারের জন্য নতুন এক আইনি ঝামেলা হয়ে দাঁড়িয়েছে।