নথিপত্রহীন অভিবাসীদের হাতকড়া পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর ঘটনায় ব্রাজিল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এই ঘটনায় গতকাল সোমবার ব্রাসিলিয়ায় নিযুক্ত মার্কিন কূটনীতিক গ্যাব্রিয়েল এসকোবারকে তলব করে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রাজিল জানিয়েছে, অভিবাসীদের ফেরত পাঠানোর শর্ত নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চায় তারা।
শুক্রবার একটি সামরিক উড়োজাহাজে ৮৮ জন ব্রাজিলিয়ান অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়। এদের প্রত্যেকের হাতকড়া পরানো ছিল এবং অভিবাসীরা অভিযোগ করেছেন যে, উড়োজাহাজে তাঁদের শারীরিক নির্যাতন করা হয়েছে। এমনকি তাঁদের শৌচাগার ব্যবহারের সুযোগও দেওয়া হয়নি। এই ঘটনায় ব্রাজিলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন। তাঁর প্রশাসন অভিবাসীদের বিতাড়নে সামরিক উড়োজাহাজ ব্যবহারের মতো কঠোর পদক্ষেপ নিচ্ছে।
ব্রাজিলের ফেডারেল পুলিশ জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের অধীনে এটাই প্রথম কোনো ফ্লাইটে নথিপত্রহীন অভিবাসীদের ফেরত পাঠানো হলো। এই ঘটনায় ব্রাজিলের স্থানীয় গণমাধ্যম এবং কূটনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ব্রাজিল সরকার জানিয়েছে, পারস্পরিক সম্মানজনক শর্ত নিশ্চিত না হলে এই ধরণের বিতাড়ন মেনে নেওয়া হবে না।