চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে থেকেই ছড়িয়ে পড়েছিল রোহিত শর্মার অবসরের গুঞ্জন। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানান তিনি। তাই অনেকেই ধারণা করেছিলেন, এবার হয়তো এক দিনের ক্রিকেটকেও বিদায় জানাবেন ভারতীয় অধিনায়ক।
তবে দুবাইয়ে ট্রফি সামনে রেখে রোহিত নিজেই স্পষ্ট জানিয়েছেন, এখনই ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন না। তবে ২০২৭ বিশ্বকাপে তিনি খেলবেন কি না, সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেননি।
ফাইনাল শেষে এক সাক্ষাৎকারে রোহিত বলেন, “পরিস্থিতি যেমন আসবে, তেমনভাবেই গ্রহণ করব। খুব বেশি দূর এগিয়ে ভাবতে চাই না। এখন আমার লক্ষ্য ভালো খেলা এবং সঠিক মানসিকতা বজায় রাখা। তাই ২০২৭ বিশ্বকাপে খেলব কি না, সে বিষয়ে এখনই কিছু বলতে চাই না।”
নিজের ক্যারিয়ার নিয়ে রোহিতের বক্তব্য, “আমি সবসময় এক ধাপ এক ধাপ এগোতে ভালোবাসি। অতীতেও কখনো ভবিষ্যতের কথা ভেবে চাপ নেইনি। এখন আমি নিজের ক্রিকেট উপভোগ করছি এবং দলের সঙ্গে সময় কাটাচ্ছি। আশা করি, সতীর্থরাও আমার উপস্থিতিতে খুশি। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রোহিত শর্মা। যদিও পুরো টুর্নামেন্টে বড় ইনিংস খেলতে পারেননি, তবে প্রতিটি ম্যাচেই আক্রমণাত্মক সূচনা এনে দিয়েছেন দলকে।
তবে বয়সের কারণে ২০২৭ বিশ্বকাপে তার থাকা নিয়ে সংশয় রয়েছে। তখন রোহিতের বয়স হবে প্রায় ৪০ বছর। ভারতীয় দল ভবিষ্যতের পরিকল্পনা হিসেবে যুবাদের জায়গা দিতে চাইলে, হয়তো তাকে ছাড়তে হবে জায়গা। কিন্তু আপাতত তিনি দল নিয়ে খুবই সুখী এবং বিদায়ের কোনো পরিকল্পনা নেই।