মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে লড়াই করেও শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে পরাজিত হলো বাংলাদেশের জুনিয়র টাইগ্রেসরা। কম রানের ম্যাচে বোলারদের দারুণ পারফরম্যান্সে জমে উঠেছিল ম্যাচটি, তবে জয় ছিনিয়ে আনতে পারেনি তারা।
শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল মাত্র ১ রান, আর বাংলাদেশের দরকার ছিল ২ উইকেট। দ্বিতীয় বলেই লেগবাই থেকে জয়সূচক রান তুলে নেয় অস্ট্রেলিয়া, ৪ বল হাতে রেখেই নিশ্চিত করে জয়।
বাংলাদেশের ইনিংসের বিবরণ
টস জিতে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৯১ রানে গুটিয়ে যায় দলটি। অধিনায়ক সুমাইয়া ১৩ রান করেন, তবে মিডল অর্ডার একেবারেই ব্যর্থ। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন আফিয়া আসিমা, যা আসে ৩৪ বলে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে অতিরিক্ত থেকে।
অস্ট্রেলিয়ার জয়ের কাহিনি
৯২ রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া শুরুতেই দারুণ জুটি গড়ে। প্রথম ৩ ওভারেই আসে ২৬ রান। অধিনায়ক লুসি হ্যামিলটন ও ওপেনার কেইট পেলে মিলে যোগ করেন আরও ৫০ রান।
তবে ৫০ থেকে ৬৭ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া চাপে পড়ে যায়। বাংলাদেশের বোলাররা একসময় জয়ের আশা দেখালেও হারশাত গিলের স্থির ইনিংস শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করে।
বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নেন জান্নাতুল মাওয়া। নিশিতা আক্তার, হাবিবা ইসলাম ও আনিসা আক্তার প্রত্যেকে নেন ১টি করে উইকেট।
ম্যাচের ফলাফল
বাংলাদেশ: ২০ ওভারে ৯ উইকেটে ৯১ রান
অস্ট্রেলিয়া: ১৯.২ ওভারে ৮ উইকেটে ৯২ রান
অস্ট্রেলিয়া জয়ী ২ উইকেটে।