অনলাইনে সিম বিক্রির নতুন সেবা চালু করলো টেলিটক
গ্রাহকদের সুবিধার্থে অনলাইনে সিম কেনার সেবা চালু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। এখন থেকে গ্রাহকরা টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করে পোস্ট অফিস বা ডাকঘর থেকে কিংবা বাসায় বসেই সিম সংগ্রহ করতে পারবেন। প্রাথমিকভাবে ১২৭টি পোস্ট অফিসের মাধ্যমে এই সেবা চালু হয়েছে, যা পর্যায়ক্রমে আরও বিস্তৃত করা হবে।
কীভাবে সিম সংগ্রহ করবেন?
টেলিটকের ওয়েবসাইট (teletalk.com.bd) থেকে ‘অনলাইন সিম’ মেন্যুতে গিয়ে সিম নম্বর পছন্দ ও অর্ডার করতে হবে।
পোস্ট অফিস থেকে সিম সংগ্রহের ফি ২৫০ টাকা, আর বাসায় ডেলিভারির ক্ষেত্রে ৩০০ টাকা পরিশোধ করতে হবে, যা মোবাইল ওয়ালেটের মাধ্যমে দেওয়া যাবে।
অটোমেটেড ট্র্যাকিং নম্বরের মাধ্যমে গ্রাহকরা জানতে পারবেন সিম ডেলিভারির সর্বশেষ অবস্থা।
বায়োমেট্রিক নিশ্চয়তা
সিমের মালিকানা নিশ্চিত করতে বায়োমেট্রিক পদ্ধতি বাধ্যতামূলক রাখা হয়েছে। ১২৭টি পোস্ট অফিসে বায়োমেট্রিক স্ক্যানার স্থাপন করা হয়েছে, ফলে গ্রাহকরা ঘরে বসে বা পোস্ট অফিসেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিম গ্রহণ করতে পারবেন।
গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা
টেলিটকের সাশ্রয়ী মূল্যে উন্নত সেবা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিক্রয় ও বিপণন বিভাগের জেনারেল ম্যানেজার সালেহ মো. ফজলে রাব্বী। তিনি আরও জানান, নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি এই অনলাইন সিম বিক্রির কার্যক্রম আরও বাড়ানো হবে।
টেলিটকের নতুন সিম পেতে এখনই ভিজিট করুন: teletalk.com.bd